দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে রংপুরের বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়ন উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে।
ক্লিনিক চালুর মাধ্যমে ওই এলাকার ৮ হাজার পরিবার স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় এসেছে।
দুপুরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর-২ তারাগঞ্জ-বদরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।
কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর বিভাগের স্বাস্থ্য উপ পরিচালক ডা. শওকত আলী, সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোজ্জামেল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা । এখন থেকে এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২৯ টি আইটেমের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হবে। -
সূত্র - risingbd.com

