home top banner

News

২২৫০ প্রতিবন্ধী ভাতাবঞ্চিত
31 January,14
Tagged In:  public health  disability   Posted By:   Healthprior21
  Viewed#:   27

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুই হাজার ৫২৭ জন তালিকাভুক্ত প্রতিবন্ধীর মধ্যে মাত্র ২৭৭ জন সরকারি ভাতা পাচ্ছেন। অবশিষ্ট শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধীরা চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। বিপাকে রয়েছে তাঁদের পরিবারও। এসব প্রতিবন্ধীর তালিকা এখনো সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত না হওয়ায় তাঁরা ভাতা পাচ্ছে না।

মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট প্রতিবন্ধীর সংখ্যা দুই হাজার ৫২৭। এর মধ্যে নারী এক হাজার ছয়, পুরুষ এক হাজার ৪৯৭ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ১৪ জন। ২০১২ সাল পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণলায়ে এ উপজেলা থেকে তালিকাভুক্ত প্রতিবন্ধীর সংখ্যা ছিল ২৭৭ জন। তবে গত বছরের মাঝামাঝিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক জরিপে নতুন করে আরও দুই হাজার ২৫০ জন প্রতিবন্ধী চিহ্নিত হয়। নতুন ও পুরোনো মিলে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ৩৩৪, নায়েরগাঁও উত্তরে ২৯৫, খাদেরগাঁওয়ে ২৩৮, উপাদী উত্তরে ২৫৯, উপাদী দক্ষিণে ৩৫০ ও নারায়ণপুর ইউনিয়নে ৫৭০ জন প্রতিবন্ধী রয়েছে। এ ছাড়া মতলব পৌরসভার আওতায় ৪৭১ জন চিহ্নিত হয়েছেন। তবে তালিকার বাইরে রয়ে গেছেন আরও নয় প্রতিবন্ধী।

সূত্রটি আরও জানায়, তালিকাভুক্ত ২৭৭ প্রতিবন্ধী মাসে মাত্র ৩৫০ টাকা করে সরকারি ভাতা পান। নাম প্রকাশ না করার শর্তে সমাজসেবা কার্যালয়ে কর্মরত একজন ইউনিয়ন সমাজকর্মী বলেন, উপজেলার ৯০ শতাংশ প্রতিবন্ধীই সরকারি ভাতা পায় না। এটা খুবই দুঃখজনক।

নারায়ণপুর ইউনিয়নের নায়েরগাঁও লেজাকান্দি গ্রামের শারীরিক প্রতিবন্ধী (৩৩ ইঞ্চি উচ্চতা) মতলব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী জানাত আক্তার বলে, ‘বাবা দিনমজুরি করতেন, এখন অসুস্থ। কোনো দিন কাজ করতে পারেন, কোনো দিন পারেন না। মায়ের কোলে চইড়া কলেজে আসি। চার থেকে পাঁচ কিলোমিটার পথ হাঁটতে হয়। সরকার থেকে এক টাকাও ভাতা পাই না। কয়টা টাকা হইলে অন্তত মায়ের এট্টু কষ্ট কমত। রিকশায় আসতে পারতাম।’

উত্তর নায়েরগাঁও ইউনিয়নের বারগাঁও গ্রামের পানা আক্তার (২৫) (হাঁটতে পারেন না) বলেন, ‘এ পর্যন্ত সরকারের কাছ থেইকা কোনো ভাতা পাই নাই? গত বছর নাম নিয়া গেছে। তখন শুনছিলাম তাড়াতাড়িই নাকি কিছু ট্যাকা পাব? এখনো তো পাইলাম না। সব মাইনষেই আমাগো লগে এলা (এ রকম) করে। প্রতিবন্ধী বইলা আমরা কি মানুষ না?’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘এখনো পুরোনো তালিকার ২৭৭ জন প্রতিবন্ধীই সরকারি ভাতা পাচ্ছে। নতুন তালিকা যাচাই-বাছাই করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে ভাতাবঞ্চিত ১২ জনকে গত ২২ জানুয়ারি হুইলচেয়ার দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে বিবেচনায় আনা হবে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: লোহাগড়ায় চিকিৎসকের বেশির ভাগ পদ শূন্য
Previous Health News: উচ্চমাত্রায় বেদনানাশক ব্যবহার!

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')