রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!
21 August,14
Viewed#: 3
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু অ্যান্টিবায়োটিকের ব্যবহার অনেক সময় ভালো ও খারাপ ব্যাকটেরিয়ায় বৈষম্য করতে পারে না। এ গবেষণা তাই বৈজ্ঞানিকদের সাহায্য করবে কিভাবে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ভালো ব্যাকটেরিয়ার ওপর প্রভাব বিস্তার করে৷
এ গবেষণার জন্য একটি সদ্যজাত ইঁদুরের ওপর ২ ধরনের অ্যান্টিবায়োটিক ভ্যানকমিসিন ও স্ট্রেপটোমাইসিন প্রয়োগ করা হয়৷
গবেষণায় দেখা যায়, স্ট্রোপটোমাইসিন পরবর্তী জীবনে হাইপারসেনসিটিভিটি নিউমনিটিস রোগের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে, কিন্তু ভানকমিসিনের কোনো প্রভাব নেই৷ তবে এ ২ ধরনের অ্যান্টিবায়োটিক দীর্ঘস্থায়ী ব্যবহার অন্ত্রের ব্যাকটেরিয়ার ইকোসিস্টেমের ওপর প্রভাব ফেলতে পারে৷
গবেষকরা জানিয়েছেন, শিশুদের ক্ষেত্রে প্রয়োজনেই কেবল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত৷ কিন্তু তার আগে চিকিৎসককে অবশ্যই জেনে নিতে হবে কোন ধরনের ব্যাকটেরিয়ার জন্য এ ওষুধ প্রযোগ করা হচ্ছে৷ কারণ সঠিক অ্যান্টিবায়োটিকের ফলে উপকারি ব্যাকটেরিয়া আরো শক্তিশালী হতে পারে৷
সম্প্রতি এ গবেষণাটি অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইউমিনিলজির একটি জার্নালে প্রকাশিত হয়েছে৷
সূত্র - ওয়েবসাইট