দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ১৫ জন সিনিয়র স্টাফ নার্সকে ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (ঊর্ধ্বতন নিয়োগ-৩) মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ১৫০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালে প্রেষণে নিয়োগপ্রাপ্তরা হলেন সিনিয়র স্টাফ নার্স মোছা. খোদেজা খাতুন, বেগম দীপা হিরা, বেগম রেভা মধু, বেগম রেবেকা সুলতানা, মাধবী খ্রীস্ট্রিনা রোজারিও, মোছা. রাজিয়া খাতুন, মোসাম্মৎ খোদেজা আক্তার, বেগম পারভীন সুলতানা, বেগম হুরেজান্নাত, নসিমা বেগম, বেগম নার্গিস আক্তার, ফ্লরিস রিপা রায়, বেগম রিপা, বেগম ফারজানা পারভীন এবং মোছা. হোসনেয়ারা খাতুন। -
সূত্র -risingbd.com

