শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩০টি বিভাগের প্রায় ২০০ চিকিৎসক একাজে যুক্ত ছিলেন বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনিবার থেকে বৃহস্পতিবার- সপ্তাহের ছয়দিনে বিএসএমএমইউর বহির্বিভাগে দিনে গড়ে তিন থেকে চার হাজার রোগী চিকিৎসা নিয়ে থাকেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় অধ্যাপক শাহলা খাতুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হাসান এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি আবু শাফি আহমেদ আমিন বিনামূল্যে চিকিৎসা সেবার এ উদ্যোগটি নেন।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিব। ওই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপন করা হয়।
সূত্র - bdnews24.com

