ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করেছে বেসরকারি ব্যাংক ডাচ্বাংলা। গতকাল শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডাচবাংলা ব্যাংকের এমডি কেএস তাবরীজ অ্যাম্বুলেন্সের চাবি ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, ডাচ্বাংলা ব্যাংক হচ্ছে ডিএমপির কৌশলগত সদস্য। ডিএমপির ২৬ হাজার সদস্য ডাচ্বাংলা ব্যাংকে হিসাব খুলেছেন। তারা সবাই অনলাইনে বেতন উঠাচ্ছেন এবং কনস্টেবলরা স্মার্টকার্ড ব্যবহার করছেন। এটি সামনে এগিয়ে যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত। অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ডিএমপির সবার নৈতিক মনোবল অনেক বাড়িয়ে দেবে এতে কোনো সন্দেহ নেই।
এর আগে ব্যাংকের এমডি কেএস তাবরীজ বলেন, ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদের পক্ষে তারা ডিএমপিকে একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করেছে। প্রায় ৫০ লাখ টাকা মূল্যের এ অ্যাম্বুলেন্স যে কোনো পুলিশ সদস্য অসুস্থ বা আহত হলে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, মিলি বিশ্বাস, মারুফ আহমেদ, ব্যাংকের ডিএমডি মো. সাইয়েদুল হাসান এবং ডিএমপি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র - দৈনিক মানবকণ্ঠ

