বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অটিজম নিয়ে বাংলাদেশের একটি প্রস্তাব পাস হয়েছে।
শুক্রবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এ প্রস্তাব পাস হয় বলে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম জানিয়েছেন।
টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য ‘একটা বিরাট অর্জন’।
গত বছর প্রস্তাবটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বোর্ড সভায় উত্থাপিত হলে সেটি গ্রহণ করা হয়।
বার্ষিক স্বাস্থ্য সম্মেলন হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ নীতি-নির্ধারণী পরিষদ। এখানে একটি প্রস্তাব পাস হওয়া মানে সংস্থাটির ১৯৪টি দেশের সব সদস্য রাষ্ট্র তাতে সম্মতি দেয়া।
“এখন নিউরো ডেভলেপমন্টাল ডিজঅর্ডারে আক্রান্তরা পুরো বিশ্বের মনোযোগে আসবেন,” তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলে মন্ত্রী নাসিম।
তিনি বলেন, অটিস্টিকদের কল্যাণে এখন প্রতিটি দেশ কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে।
ওই প্রস্তাব অনুসারে অটিজম ব্যবস্থাপনায় ‘সম্প্রসারিত ও সমন্বিত উদ্যোগ’ আসবে বলে জানান তিনি।
শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুদের মস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা। ফলে তারা অন্যদের মতো করে নিজের যতœ নেওয়া শেখে না। নিজে নিজে কাপড় পরা, একা একা খাওয়া বা টয়লেট করা কিংবা অন্যদের কাছে নিজের প্রয়োজন বা ইচ্ছার কথা প্রকাশ করা শিখতেও তাদের সমস্যা হয়।
সাধারণত তিন বছর বয়সের মধ্যে শিশুদের মধ্যে এসব লক্ষণ দেখা দেয়।
সূত্র - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

