ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নারী স্পিকারদের ফোরামে বাংলাদেশে মা ও শিশুমৃত্যুর হার হ্রাসে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি প্রশংসিত হয়েছে। সংসদ সচিবালয় থেকে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।
গত ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে অংশ নেন। সাধারণ অধিবেশনে স্পিকার বলেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন।
নারী স্পিকারদের ফোরামে শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের নারীর অংশগ্রহণ এবং সদস্যদেশগুলোর মধ্যে সচেতনতা বাড়াতে আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। ফোরামে আইপিইউর মহাসচিব অ্যান্ডার বি জনসন ২০১৫ সালের পরের উন্নয়নসূচিতে আইপিইউর সম্পৃক্ততায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্মেলনে তিনি নেদারল্যান্ডস, সুইডেন, অস্ট্রেলিয়া, জাপান, ব্রাজিল, ভিয়েতনাম, উগান্ডাসহ বিভিন্ন দেশের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং আইপিইউর মহাসচিবদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প, জনশক্তি, তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি এবং কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগের ওপর আলোচনা করেন। তিনি প্রতিনিধি দেশগুলোকে বিনিয়োগে উৎসাহিত করতে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন।
সূত্র - প্রথম আলো

