প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম শিশু মৃত্যুহার হ্রাসে স্বাস্থ্যসেবা, ভাল খাবার, পুষ্টি ও গর্ভবতী মায়ের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা, ভাল খাবার, পুষ্টি ও প্রয়োজনীয় সেবা মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস করবে। তিনি আজ নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, সরকার সারা দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সফলভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। তিনি বলেন, আমরা সাধারণ জনগণের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি নিয়েছি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ 'গ্লোবাল উইক অব একশন-২০১৪ এন্ড হেলথ বাজেট এনালাইসিস রিপোর্ট শেয়ারিং' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্টিফেন হালদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাব্লিউভিবির ভারপ্রাপ্ত পরিচালক এলিডন বর্ধি, এডভোকেসি ডিরেক্টর চন্দন জেড গোমেজ, ড. রাবিয়া খাতুন প্রমুখ।
এইচটি ইমাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাজেটের আগে তাদের দাবি পেশ করতে হবে। তিনি বলেন, সরকার ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারসহ সকল গণমুখী কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করছে। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

