সেমিনারে তুলে ধরা হয় আয়ুর্বেদের গুণশরীরে রোগ বাসা বাঁধার আগেই যদি সতর্ক হওয়া যায়, নেওয়া যায় প্রয়োজনীয় ব্যবস্থা, তাহলে অনেক বড় রোগ তো দূরের কথা নিয়মিত অসুখ-বিসুখও কাছে ভিড়তে পারে না। একটু সতর্কতাই বাঁচিয়ে দিতে পারে বড় কোনো ব্যাধি থেকে। ২২ মে ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজন করা হয় ‘আয়ুর্বেদ জ্ঞান বিস্তার’ শীর্ষক এক সেমিনারের। ব্র্যাক ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথ ও আয়ুর্বেদ ওয়েলনেস সেন্টারের আয়োজনে সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাজেশ কোটেখা। একবেলার সেমিনারে আয়ুর্বেদ বিশেষজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসার নানা দিক তুলে ধরেন তিনি।
.মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে দুরারোগ্য ব্যাধিও বিস্তার লাভ করছে আগের চেয়ে বেশি। সেসব রোগ সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। এসব জানানোর উদ্দেশ্যেই আয়োজন করা হয় এ সেমিনারের। সেমিনারে আয়ুর্বেদ চিকিৎসাপদ্ধতি সম্পর্কে বলা হয়, আয়ুর্বেদ ওষুধের মূল উদ্দেশ্য হলো সুস্বাস্থ্য বজায় রাখা, রোগের প্রতিকার নয়। মানসিক, দৈহিক ও আত্মিক সুস্বাস্থ্য ধরে রাখার প্রক্রিয়ার একটি সূক্ষ্ম ভারসাম্য প্রয়োজন—এমন ধারণার ভিত্তিতেই গড়ে উঠেছে এই চিকিৎসাপদ্ধতি।
এদিন আয়ুর্বেদ ওয়েলনেস সেন্টারের অন্যতম স্বত্বাধিকারী সারওয়াত আবেদ বলেন, ‘সুস্থ থাকার জন্য শুধু শরীর ভালো থাকলে হবে না। মানসিক সুস্থতাও জরুরি। দুটোই ভালো থাকার জন্য আয়ুর্বেদ চিকিৎসাপদ্ধতির আবিষ্কার হয়েছে। আমরা অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাই। কিন্তু যাতে যাওয়া না লাগে সে জন্যই প্রয়োজন আয়ুর্বেদ চিকিৎসা।’
সেমিনারে এসেছিলেন স্বাস্থ্য খাতে কাজ করছেন এমন অনেকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীরা, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের উচ্চপদস্থ কর্মকর্তারা ও বাংলাদেশের বিভিন্ন আয়ুর্বেদিক ক্ষেত্রে কর্মরত শিক্ষক ও চিকিৎসকেরা।
সূত্র - প্রথম আলো

