ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। চিকিৎসকের ওপর হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে এ আল্টিমেটাম দেন অনারেবল মেডিক্যাল অফিসার (এইচএমও) ও ইন্টার্ন চিকিৎসকরা। অন্যথায় হাসপাতালের চিকিৎসাসেবা স্থগিত রাখার ঘোষণা দেন তারা।
রোববার দুপুর ২টায় হাসপাতাল প্রশাসনের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অনারিয়াম চিকিৎসকদের প্রতিনিধি মোস্তফা রেজওয়ান সিদ্দিকী বলেন, চিকিৎসকদের ওপর হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা স্থগিত করে দেওয়া হবে।
তিনি বলেন, আল্টিমেটামের ৪৮ ঘণ্টা এক হাজার অনারিয়াম চিকিৎসক সেবা দেওয়া থেকে বিরত থাকবেন। এর আগে দুপুর পৌনে ২টা থেকে হাসপাতালের জরুরি বিভাগ খুলে দেওয়া হয়।
চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাত ১০টা থেকে সব ধরনের সেবা প্রদান বন্ধ রাখেন তারা। হাসপাতালের জরুরি বিভাগসহ অন্তর্বিভাগ, বহির্বিভাগ ও ওয়ার্ডগুলোতেও চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। তারা পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার জন্য বেরিয়ে পড়েন।
শনিবার রাতে চানখাঁরপুল এলাকায় ছয়জন চিকিৎসকের ওপর হামলা করে দুর্বৃত্তরা। হামলার শিকার চিকিৎসক ফজলে বারী জানান, তারা পাঁচ-ছয়জন মিলে চানখাঁরপুলের একটি হোটেলে খেতে গিয়েছিলেন। এ সময় তাদের ঘিরে ফেলে একদল তরুণ জিজ্ঞাসা করেন, তারা ইন্টার্ন চিকিৎসক কি না?
তিনি জানান, ‘আমরা ইন্টার্ন নই, তবে আমরা চিকিৎসক। এর পরপরই তারা আমাদের ওপর হামলা চালান। একপর্যায়ে আমরা কোনোমতে দৌড়ে পালিয়ে আসি।’
ফজলে বারী বলেন, পালানোর সময় চিকিৎসক মমিনুলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়।
এদিকে, শনিবার গভীররাতে হাসপাতালের ওয়ার্ডবয় জিল্লুর রহমান বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেন। শাহবাগ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র -risingbd.com

