বিশুদ্ধ খাবার পানি পেল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে রুইলুইপাড়ার দুই শতাধিক দরিদ্র পরিবার। যুগ যুগ ধরে তারা বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এ দুর্ভোগ দূর করার জন্য প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেছে সেনাবাহিনী। একই সঙ্গে, সাজেক ভ্যালিতে রুইলুইপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ক্লাবঘর, মন্দির, একটি মডেল ঘর ও সড়কে সৌরবিদ্যুৎ সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়। পরে পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ৩১ ডিসেম্বর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাব্বির আহমেদ প্রকল্পের উদ্বোধন করেন। রুইলুইপাড়া ক্লাব মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে এটি প্রথম ধাপ।
আগামী দিনে এখানে একটি উন্নতমানের বিশ্রামাগারসহ পর্যটন স্পট তৈরির উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লে. কর্নেল মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও রুইলুইপাড়া হেডম্যান ও সাজেক উন্নয়ন ফোরামের সদস্যসচিব লাল থাংয়া লুসাই। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কাজী শামসুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল ওহাব, লে. কর্নেল মাহমুদ, রশিদুল ইসলাম, জামিউল আহমেদ, মো. লোকমান হোসেন প্রমুখ।
পাড়ার বাসিন্দা থাংকিমা লুসাই বলেন, ‘সাজেকে প্রধানমন্ত্রী আসার পর যা উন্নয়ন হয়েছে তা আমাদের জন্য চাওয়ার চেয়ে বেশি। আশা করি, আগামী দিনে আরও উন্নয়ন হবে।’
ঊষারানী ত্রিপুরা বলেন, ‘আমাদের চার-পাঁচ কিলোমিটার দূর থেকে পানি আনতে হতো। এখন আমরা সহজে বিশুদ্ধ পানি পাচ্ছি যা আমাদের জন্য স্বপ্নের মতো।’
সূত্র - প্রথম আলো

