home top banner

খবর

হাসিনাসহ আ.লীগ ১৭ আসনে জয়ী
০৫ জানুয়ারী, ১৪
Tagged In:  Election news   Posted By:   Healthprior21
  Viewed#:   17

দশম জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ ১৭টি আসনে জয় পেয়েছে।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ১২৭ জন প্রার্থী জয়ী হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ১৪৪ আসনে জিতল।  

সুনামগঞ্জ-৩: এ আসনে (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রাথী বর্তমান সাংসদ এম এ মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৩১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুস সামাদ আজাদ পেয়েছেন ৪১ হাজার ১২৩ ভোট।

চুয়াডাঙ্গা-১: নৌকা প্রতীক নিয়ে এ আসনে আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দ্দার এক লাখ ৪৫ হাজার ১৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাসদের সবেদ আলী পেয়েছেন ২০ হাজার ১০৮ ভোট।

সিলেট-৪: গোয়াইনঘাট, জৈন্তা ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসনে সরকার দলীয় সাংসদ ইমরান আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৬৪ হাজার ১৫২ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগেরই যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমদ পেয়েছেন ২৪ হাজার ১৫০ ভোট। ফারুকের প্রতীক ছিল আনারস।

সিরাজগঞ্জ-৫: বেলকুচি-চৌহালী নিয়ে গঠিত আসনে আওয়ামী লীগের প্রার্থী আ. মজিদ মণ্ডল জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান রতন। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করেন।

নোয়াখালী-৬: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আয়েশা ফেরদাউস বিজয়ী হয়েছেন। তিনি ৬৭ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন। এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমীরুল ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৫ ভোট।

রংপুর-৬: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) নুর আলম লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৭৩৫। ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ফল স্থগিত হয়েছে।

রংপুর-৪: টিপু মুনশি (আওয়ামী লীগ—নৌকা) ১ লাখ ১৩ হাজার ৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জাতীয় পার্টির মো. করিম উদ্দিন ভরসা লাঙ্গল প্রতীক নিয়ে ৫ হাজার ৯৮৬ ভোট পেয়েছেন। এ আসনে ১১৫ কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। ৪৫ কেন্দ্রের ফল স্থগিত রয়েছে। 

মেহেরপুর-১: এ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ফরহাদ হোসেন ৬৫ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন। ফরহাদ হোসেন ৭৯ হাজার ৪৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইয়ারুল ইসলাম (স্বতন্ত্র—ফুটবল) ১৪ হাজার ৩০ ভোট পেয়েছেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হোসেন জেলা পরিষদে এ ফল ঘোষণা করেন। তিনি জানান, এ আসনে ৩৭.৬৩ শতাংশ ভোট পড়েছে।

গাজীপুর-৪: এ আসনে সিমিন হোসেন রিমি (নৌকা) ১ লাখ ১২ হাজার ৮৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে এম এম আনোয়ার হোসেন ৭ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন। বিএনএফের প্রার্থী সারুয়ারে কায়নাত্ টেলিভিশন প্রতীক নিয়ে ১ হাজার ৬২৬ ভোট পেয়েছেন। কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ ফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আলী। তিনি জানান, এ আসনে ২ লাখ ২৯ হাজার ৫৪০ ভোটের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৩ ভোট পড়েছে। ভোটের হার ৫৩ শতাংশ। বাতিল ভোট ১ হাজার ৩৩৭।

নাটোর-৩: এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ (পলক) নৌকা প্রতীক নিয়ে ৯১ হাজার ৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা সালমা খাতুন বেসরকারিভাবে জুনাইদ আহমেদকে জয়ী ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার দুই লাখ ৪৭ হাজার ১৮০ জন। ভোট পড়েছে এক লাখ চার হাজার ৭০২টি।

চট্টগ্রাম-১২ ও ১৬: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি ১ লাখ ৪৭ হাজার ৮৫৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী অ আ ম হায়দার আলী চৌধুরী ৬ হাজার ৮৪৮ ভোট পেয়েছেন। ভোট বাতিল হয়েছে ১ হাজার ২৮৫টি। এ আসনে মোট ভোটার ২ লাখ ৬৮ হাজার ৫৮৮ ভোট। ভোট গ্রহণ শেষে ১১০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমদ খান সন্ধ্যায় জানান, বাঁশখালীতে ৫৮.২৮ শতাংশ ভোট পড়েছে।

চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরী ১ লাখ ২৮ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম চৌধুরী (জাতীয় পার্টি—লাঙ্গল) পেয়েছেন ১০ হাজার ১৯৭ ভোট।

দিনাজপুর-৬: এ আসনে (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আওয়ামী লীগের প্রার্থী শিবলী সাদিক জয়ী হয়েছে। মোট ৪ লাখ ১৩ হাজার ৫৮৫ ভোটের মধ্যে ১ লাখ ১৫ হাজার ২৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির রবীন্দ্রনাথ সরেন পেয়েছেন ৩ হাজার ৪৩৫ ভোট। ভোট বাতিল হয়েছে ১ হাজার ৫৫৭টি।

নারায়ণগঞ্জ-১: এ আসনে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪৫ হাজার ৩৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মো. জয়নাল আবেদীন চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট।

শেরপুর: শেরপুরের তিনটি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। শেরপুর-১ (সদর) এ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মো. আতিউর রহমান দুই লাখ সাত হাজার ৩৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে জাসদের আবু সালেহ মো. মনিরুল ইসলাম (মশাল) ৬ হাজার ৪১৭ ভোট পেয়েছেন।

এদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) এ আসনে মতিয়া চৌধুরী (নৌকা) ১ লাখ ৩৪ হাজার ৮১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বাদশা পেয়েছেন ৩৫ হাজার ৯৮৬ ভোট।

শেরপুর-৩ (শ্রীবরদি-ঝিনাইগাতি) আসনে আ. লীগের প্রার্থী এ কে এম ফজলুল হক নৌকা প্রতীকে ৯৬ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হেদায়েতুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৪৮ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মো. খোরশেদ আলম পেয়েছেন ৮ হাজার ১৭৪ ভোট। আর জাসদের এস এম আব্দুর রাজ্জাক মশাল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৪২১ ভোট।

৩০০ আসনের মধ্যে ভোট ছাড়াই নির্বাচিত হয়ে গেছেন ১৫৩ জন। আজ রোববার ভোট হয়েছে ১৪৭ আসনে। এর মধ্যে ১২০টি আসনে আওয়ামী লীগের প্রার্থী আছেন। শরিক দলের জন্য ছেড়ে দেওয়ায় ২৭টিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ভোটকে ঘিরে সহিংসতায় নিহত ১৪
Previous Health News: বিশুদ্ধ পানি পেল ২০০ পরিবার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')