মিডিয়াতে রাজনৈতিক খবরের তুলনায় স্বাস্থ্য সর্ম্পকিত খবর বেশি প্রচারের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। আজ শনিবার সকালে মহাখালীর জাতীয় পুষ্টি সেবা-জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিডিয়ার প্রতি এ অনুরোধ জানান মন্ত্রী।
'সরকারের আন্তরিক চেষ্টায় পোলিওমুক্ত হয়েছে বাংলাদেশ। এখন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকেও সফল করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর' বললেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিশুদের ব্যাপারে খুবই সচেতন। তিনি স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে থাকেন। আমাদের দেশের প্রত্যেক মা’র শিশুদের টিকা খাওয়াতে হবে। কারণ এটা শিশুকে নিরাপদ রাখে।
অনুষ্ঠান শেষ শিশুদের টিকা খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের নতুন পতাকার নকশারও উন্মোচন করা হয়।
সূত্র - দৈনিক বাংলাদেশ প্রতিদিন

