চিকিৎসকদের কর্মবিরতি সমর্থনযোগ্য নয় জানিয়ে রাজশাহীর ঘটনায় ডাক্তারদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, চিকিৎসকদের ধর্মঘটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অনেক রোগীকে কষ্ট সহ্য করতে হয়েছে।
গত ২৯ জানুয়ারি আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহীর নেতা শামিল উদ্দিন আহমেদ শিমুলের মালিকানাধীন ডলফিন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায়ী আনোয়ারুল হক টিপু।
ভুল চিকিৎসার অভিযোগে টিপুর স্ত্রী শারমিন আক্তার তিন চিকিৎসকের মামলা করলে গত ২৭ মার্চ আদালত শিমুলকে কারাগারে পাঠায়।
প্রতিবাদে ওই দিন বিকেল থেকে রাজশাহীর সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে ধর্মঘটে যান চিকিৎসকরা। তাদের আন্দোলনের মধ্যে রোববার মুক্তি পান শিমুল।
চিকিৎসকদের কর্মবিরতিতে দুঃখপ্রকাশ করে নাসিম বলেন, “চিকিৎসা ব্যবস্থা হলো সেবামূলক ও মহৎ পেশা। এর সঙ্গে সেবার সম্পর্ক জড়িত। রোগী ও চিকিৎসকের সম্পর্ক মমত্ববোধের।
“যে কোনো পেশার মানুষই ভুল করতে পারে। অবহেলার কারণে যদি কেউ মৃত্যুর মুখে পতিত হয় প্রাথমিকভাবে চিকিৎসকদের দায়ী করা যেতে পারে, তবে তা তদন্তের বিষয়।”
চিকিৎসকরা ধর্মঘট না করে অভিযোগ করলে মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নিত বলেও জানান নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সময় না দিয়ে কর্মবিতরতি সমর্থনযোগ্য নয়। মন্ত্রী হিসাবে এটা সমর্থন করি না।
“যে ঘটনাই ঘটুক অন্যায়ভাবে, আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিয়ে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব। কর্মবিরতির কারণে চিকিৎসা বন্ধ হয়ে যাবে এটা হতে পারে না।”
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে মন্ত্রী বলেন, যে কোনো বিষয় সাবধানতা ও সতর্কতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবেন যেন কেউ হয়রানির শিকার না হয়।
“আমরা কেউ চাই না অন্যায়ভাবে কোনো ডাক্তার হয়রানী হোক আবার অবহেলার কারণে কোনো রোগীর ক্ষতি হোক।”
কর্মবিরতি পালন না করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার মধ্যে সীমাবদ্ধ থাকতে চিকিৎসকদের পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “আমি চাই এধরনের পরিস্থিতি যেন আর না হয়। ডাক্তারদের সতর্ক হওয়ার জন্য বলব। এ ধরনের চরমপন্থা তারা যেন অবলম্বন না করেন।”
মন্ত্রী বলেন, “বিএমডিসিকে শক্তিশালী করব। কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে যেন অভিযোগ করতে পারে। তদন্ত করে তারা ব্যবস্থা নিতে পারবে। ডাক্তারদের সনদও বাতিল করতে পারবে।”
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশেনর নেতাদের তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ ধর্মঘট স্থগিত হওয়ায় তাদের ধন্যবাদও জানান মন্ত্রী।
স্বাস্থ্য সচিব এন এন নিয়াজ উদ্দিন ও বিএমএর কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সূত্র - bdnews24.com

