রোগী মৃত্যুর মামলায় জামিন পেলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নগরীর ডলফিন ক্লিনিকের মালিক ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।
রোববার দুপুরে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক শারমিন সুলতানা ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিচারক জামিন আদেশে বলেন, পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত জামিনে থাকবেন তিনি। শিমুল বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ রাজশাহী শাখার যুগ্ম-সম্পাদকও।
ডা. শিমুলের আইনজীবী অ্যাডভোকেট আসলাম সরকার জানান, জামিনের বন্ড সাক্ষরসহ আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলের মধ্যে কারাগার থেকে মুক্তি পাবেন তিনি।
এর আগে গত শুক্রবার রাতে ডা: শিমুলকে জামিনে মুক্তি দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাজশাহীতে রোববার দুপুর ১২টা পর্যন্ত সরকারি ও সকল বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়। তাদের এ ঘোষণায় শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গত বৃহস্পতিবার দুপুরে ডলফিন ক্লিনেকের মালিক ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলকে কারাগারে পাঠান রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক বিশ্বনাথ চন্দ্র মল।
একইসঙ্গে এ মামলায় বোয়ালিয়া থানা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে পুনঃতদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে নির্দেশ দেন বিচারক। স্বাচিপ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজশাহীর সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলন করে রাজশাহী জেলার সব হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দেন চিকিৎসক নেতারা।
উল্লেখ্য গত ২৯ জানুয়ারি রাজশাহী মহানগরীর ডলফিন ক্লিনিকে অপারেশনের সময় মারা যান চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেখটোলা গ্রামের আনোয়ারুল আলম টিপু। এই ঘটনায় টিপুর স্ত্রী নগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সূত্র - risingbd.com

