রাজশাহীর ডলফিন ক্লিনিকের মালিক ডা. শামিউল উদ্দিন আহম্মেদ শিমুলের জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক বিশ্বনাথ চন্দ্র মণ্ডল এ নির্দেশ দেন। ডা. শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর মামলার শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। একইসঙ্গে আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে পুনঃতদন্তের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ডিসেম্বর জামায়াত-শিবির কর্মীরা চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের আজগর আলীর ছেলে ব্যবসায়ী আনোয়ারুল হক টিপু (৩৫)’র পা ভেঙে দেয়। এরপর তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ী টিপুকে। বাড়িতে গিয়ে টিপুর পায়ে আবারো সমস্যা হলে রাজশাহী মহানগরীর ডলফিন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর এই ক্লিনিকের মালিক ও অর্থপেডিক চিকিৎসক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর রাজশাহী জেলা শাখার সাংগঠনকি সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামিউল উদ্দিন আহম্মেদ শিমুলের পরামর্শে গত ২৯ জানুয়ারি ডলফিন ক্লিনিকে অপারেশনের জন্য ভর্তি করা হয় টিপুকে। এরপর ওইদিন রাত ১০টার দিকে তার পায়ের অপারেশন শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সূত্র - risingbd.com

