মানুষের দাম্পত্য জীবন যদি সুখের হয় তাহলে তার জীবনটাই সার্থক। দাম্পত্য জীবন সুখময় করে তোলার জন্য বিয়ের আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। এক্ষেত্রে পুরুষের দায়িত্বটাই বেশি। একজন পুরুষ যদি জীবনে ভালো স্ত্রী না পায় বা একজন নারী যদি ভালো স্বামী না পায় তাহলে তার জীবনে দুঃখের কোনো সীমা থাকে না। আশপাশের অন্য সবকিছু ঠিক থাকলেও তার মানসিক যন্ত্রণা জীবনের সব সুখ-শান্তি নষ্ট করে দেয়।
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, বিয়ের পূর্বে পুরুষের অবশ্যই ভালো স্বাস্থ্য গড়ে তুলতে হবে। তাছাড়া তার ক্যারিয়ারটাও ভালো হওয়া চায়। এর সাথে সমাজের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। তবে এসব বিষয় নারীদের জন্যে বেশি গুরুত্বপূর্ণ নয়।
একজন ছেলের যদি স্বাস্থ্য ভালো না থাকে তবে সে বিয়ের পরে তার স্ত্রীর সাথে যথাযথ আচরণ করতে পারবে না। এছাড়া তার কর্মক্ষেত্রেও ভালো করতে পারবে না। পুরুষের এ দিকগুলো নারীরা একেবারেই পছন্দ করতে পারে না।
একজন পুরুষের পরিবারের প্রতি অনেক দায়িত্ব থাকে। এজন্য সে যদি স্বাস্থ্যবান না হয় তাহলে সবকিছুর সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। পুরুষরা পরিবারের সমস্ত বিষয় সামলাতে না পারলে দাম্পত্য জীবন কলহপূর্ণ হয়ে উঠে।
সূত্র - dhakatimes24.com

