ডিপ্লোমাপ্রাপ্ত রেজিস্ট্রার্ড ৩০ হাজার নার্সের মধ্যে ৯ হাজারই বেকার। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বেকার নার্সেরা তাদের মেধা, ব্যাচ, জ্যেষ্ঠতা অনুযায়ী চাকরির দাবি জানিয়েছেন। বেকার জীবনের পরিসমাপ্তি চান তারা।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের সভাপতি সোহানা খানম ইতি লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি অভিযোগ করে বলেন, নার্সিং প্রশাসনের মোট জনবলের ৯৫ শতাংশ নারী সদস্য। আর এই নার্সদেরকে আগের মত চলমান নিয়োগ ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা অনুযায়ী নিয়োগ দেওয়া হচ্ছে না। একটি দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী মহল তাদের হীন চরিতার্থ করার জন্য নার্স নিয়োগ প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফলে বেশির ভাগ মেধাবী নার্সরা বেকার থেকে যাচ্ছেন।
আপামর জনসাধারণের স্বাস্থ্য সেবা বাস্তবায়নের লক্ষ্যে প্রকৃত মেধা অনুযায়ী নিয়োগ দানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি। দাবি না মানলে আগামীতে স্বাস্থ্য সেবার সকল কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা করেন।
সংগঠনের অতিরিক্ত মহাসচিব আহসান হাবিবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি রুকসানা বেগম, সহ-সভাপতি মল্লিকা খানম, সাংগঠনিক সম্পাদক লক্ষণ চন্দ্র প্রমুখ।
সূত্র - risingbd.com

