রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়মের অভিযোগে এক চিকিৎসকসহ তিন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
এছাড়াও তিন চিকিৎসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত এবং দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে রোববার এ সংক্রান্ত একটি চিঠি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কার্যালয়ে পৌঁছেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
যাদের ওএসডি করা হয়েছে তারা হলেন-রামেক হাসপাতাল ওষুধ ভাণ্ডারের প্রধান কর্মকর্তা ডা. মনসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা দিদার রসুল ও হিসাবরক্ষক আলিমুল ইসলাম।
এ ছাড়া বদলি করা হয়েছে ফার্মাসিস্ট আবদুল কাইয়ুম ও শিলা দত্তকে। তদন্ত সাপেক্ষে যে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তারা হলেন-প্লাস্টিক সার্জারি বিভাগের ডা. ইমরান এবং গাইনি বিভাগের ডা. জেমি ও তানিয়া।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, যেসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ওষুধ ভাণ্ডারের প্রধান কর্মকর্তা ডা. মনসুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের।
এ বিষয়ে রামেক হাসপাতালের উপ-পরিচালক আসম বরকতুল্লাহ জানান, তিনি ছুটিতে আছেন। তবে বিষয়গুলো সম্পর্কে তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরেছেন।
সূত্র - risingbd.com

