এক পলকে মাপা যাবে ডায়াবেটিস৷ সৌজন্যে অভিনব কনট্যাক্ট লেন্স৷ রংবেরংয়ের কনট্যাক্ট লেন্স শুধুমাত্র এখন স্ট্যাইল আইকন নয়৷ ধুসর, নীলাভ কিংবা বাদামি চক্ষুযুগল যেমন মাতাল করবে অপরকে তেমনই এই চোখ জোড়া দিনে দশবার অনায়াসে মেপে ফেলবে রক্তে গ্লুকোজের পরিমাণ৷
‘ডায়াবেটিস' এখন বিশ্বের ৩৮ লাখেরও বেশি মানুষের মাথা ব্যাথার কারণ৷ বিভিন্ন্ ওষুধ, খাওয়া-দাওয়ার মাপকাঠি এবং সর্বশেষ ইনসুলিনের ছুঁচ ফুটিয়েও এই রোগ থেকে নিস্তার নেই৷ দীর্ঘদিন ধরে ইনসুলিন নেয়াও এক যন্ত্রনা৷ ডায়াবেটিস ওঠানামা দেখার জন্য করতে হয় ঘন ঘন রক্ত পরীক্ষা৷
এই দিকগুলি মাথায় রেখেই গুগল নিয়ে আসছে অভিনব এই কনট্যাক্ট লেন্স৷ লেন্স পরার সময় চোখের জলের মধ্যে থেকেই মাপা হবে শরীরে গ্লুকোজের পরিমাণ৷ সাধারণের কথা মাথায় রেখেই এই লেন্সের দাম নির্ধারণ করা হবে বলেই গুগলের তরফে জানানো হয়েছে৷
অফ ওয়াশিংটনে ইতিমধ্যেই এই লেন্স নিয়ে গভেষণা শুরু হয়ে গিয়েছে৷ গবেষণার পর দেখা গিয়েছে এই লেন্স ডায়াবেটিস রোধে বিশেষভাবে সাহায্য করবে৷ লেন্সের মধ্যে এলইডি লাইট ফেলে দেখা হবে ডায়বেটিসের পরিমাণ৷ লাইট ফেলা মাত্রই প্রতিফলন দেখে বোঝা ডায়াবেটিস ওঠানামার পরিমাণ৷ যত তাড়াতাড়ি সম্ভব এই কনট্যাক্ট লেন্সকে বাজারমুখী করার চেষ্টা করছে গুগল৷ সূত্র: ওয়েবসাইট।
সূত্র - natunbarta.com

