প্রশ : ডায়াবেটিক নিউরোপ্যাথি কি?
উত্তর : যাদের ডায়াবেটিস আছে তাদেরই ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। দীর্ঘদিন রোগীররক্তে সুগার যদি পরিমাণের চেয়ে বেশি থাকে, তবে তা হাত বা পায়ের নার্ভ বাস্নায়ুকে ড্যামেজ করে ফেলে। ফলে রোগী স্বাভাবিকের চেয়ে হাতে বা পায়েবোধশক্তি কম অনুভব করে।
প্রশ্ন : ডায়াবেটিক নিউরোপ্যাথির লক্ষণগুলো কি কি?
উত্তর : দীর্ঘদিনের ডায়াবেটিক, হাত বা পায়ে ঝিনঝিন অবস অবস, শক্তি কমে যাওয়া, প্রস্রাব ধরে রাখা কষ্ঠকর, ডায়ারিয়া বা কোষ্ঠকাঠিন্য, সেকসুয়াল সমস্যাইত্যাদি।
প্রশ্ন : ডায়াবেটিকস রোগীদের কোথায় কোথায় ব্যথা বেশি হয়।
উত্তর : কাধেঁর ফ্রোজেন সোলডার, হাঁটুতে অষ্টিত আথর্্রাইাটস, ঘাড় ও কোমড়ের হাড়ক্ষয় ও বৃদ্ধি জনিত সমস্যা, গোড়ালি ব্যথা, হাত বা পায়ে ঝিনঝিন ও অবস অবসভাব।
প্রশ্ন : এটা প্রতিরোধে ডায়াবেটিস রোগীদের কি কি করা উচিত।
উত্তর:ব্লাড সুপার কন্ট্রোলে, সঠিক নিয়মে ব্যায়াম, ওষুধ সেবন, সময়মতো প্রতিদিনহাঁটা, শারীরিক ফিটনেস বজায় রাখা, চিন্তামুক্ত থাকা, রক্তচাপ নিয়ন্ত্রণেরাখা।
প্রশ্ন : নিউরোপ্যাথির চিকিৎসা কি?
উত্তর : ডায়াবেটিকের ওষুধ সেবন, ম্যানুপুলেশন থেরাপি, নিউরোডা-ইনামিক থেরাপি, নার্ভ স্টিমুলেশন, মাসেল ব্যালান্স থেরাপি, হাত-পায়ের শক্তি বৃদ্ধি করন বিভিন্ন থেরাপি ওনার্ভের কিছু ওষুধ।
সূত্র - bd-pratidin.com

