বর্তমানকালে যে রোগটি সবার মধ্যে দেখা যায় তা হলো ডায়াবেটিক। নারী ও পুরুষদের মধ্যে এ রোগের প্রভাব নিয়ে গবেষণা করে দেখা গেছে, নারীরা পুরুষদের চেয়ে ৪৪ শতাংশ বেশি হৃদরোগের ঝুঁকিতে থাকেন। বিশেষ পদ্ধতিতে সাড়ে আট লাখ রোগীর ওপর জরিপ ও গবেষণা পরিচালিত হয়। ডায়াবেটিস থাকলে পুরুষ অপেক্ষা নারীদের করোনারি হার্ট ডিজিজ (সিএইচডি) ছাড়াও অন্যান্য কার্ডিওভাসকুলার রোগের সম্ভাবনা ৪৪ শতাংশ বেড়ে যায়। ১৯৬৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ৫০ বছরের ডায়াবেটিস ইতিহাস পর্যালোচনা করেন। সেখান থেকেই এই তথ্য বের হয়ে আসে। এই গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে 'ডায়াবেটোলজিয়া' জার্নালে।
এই গবেষণা থেকে আরো বের হয়ে আসে, পুরুষদের চেয়ে নারীদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ বেশি। মূলত বিপাক ক্রিয়ার কারণে নারীদের এ সমস্যা বেড়ে গেছে।
গবেষকরা বলেন, সমাজে মেয়েরা ডায়াবেটিসের চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে পুরুষদের চেয়ে পিছিয়ে রয়েছে। সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

