ড্রাগ (ওষুধ) কন্ট্রোল কমিটি ও ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজরি কাউন্সিলের অধীনে সকল কমিটির তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে এ তালিকা দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। এছাড়া কোন ধরনের নোটিস প্রদান ছাড়াই ওষুধের মূল্য বৃদ্ধি করা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে এই মর্মে রুল জারি করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, ন্যাশনাল ড্রাগস অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসনের পরিচালকসহ ৭ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে তাও জানতে চেয়েছে আদালত।
ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, এখলাছউদ্দিন ভুঁইয়া, সারওয়ার আহমেদ ও মাহবুবুল ইসলাম। রিটের পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।
সূত্র - দৈনিক ইত্তেফাক

