home top banner

News

চিকিৎসা শিক্ষায় এগিয়ে মেয়েরা
17 April,14
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   21

বাংলাদেশের মেডিকেল কলেজগুলোয় ভর্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। একই ভাবে চিকিৎসক হয়ে পুরুষের চেয়ে নারীরা বের হচ্ছেন বেশি। বিগত ২ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তিতে প্রায় ৫০০ এবং এমবিবিএস পাস করে বেরুনোর ক্ষেত্রে ৬০০ জনের পার্থক্য রয়েছে। গত দুই সেশনে মোট ভর্তি হওয়া ৬৫৭৩ শিক্ষার্থীর মধ্যে ২৭৮৫ জন ছিলেন ছেলে এবং মেয়ে ৩৭৮৮ জন। এ সময়ে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থী ১০০৩ জন বেশি ছিলেন। নারী শিক্ষার ক্ষেত্রে এ বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে তাদের ভাষ্য সর্বজনীন সেবার ক্ষেত্রে এটি খুব বেশি ফল বয়ে আনছে না। বরং ভারসাম্য তৈরি হচ্ছে স্বাস্থ্যসেবা খাতে। নিরাপত্তা ও সামাজিক অবস্থার কারণে হাওর ও দুর্গম অঞ্চলসহ গ্রামে গিয়ে নারীরা সবসময় সেবা দিতে পারেন না। রোগীর কলে পুরুষের মতো নারীরা যে কোন সময় বের হতে পারেন না। সেজন্য পল্লীতে কমিউনিটি ক্লিনিক-হাসপাতালের কর্মস্থলে নারীর উপস্থিতি কম। চাকরি নিয়ে যানও না অনেকে। যেখানে পুরুষ চিকিৎসক থাকলে আরও সহজে সেবা নিশ্চিত হতো। এজন্য ভর্তি প্রক্রিয়ার সময় সমতা আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তারা। সেন্টার ফর মেডিকেল এডুকেশন-সিএমইর প্রফেসর ডা. মো. হুমায়ূন কবীর তালুকদার বলেন, নারী-পুরুষের ক্ষেত্রে ভারসাম্য থাকা দরকার। মেডিকেল শিক্ষায় এটা অনেকটা জরুরি। মনে রাখতে হবে, পাস করার পর পুরুষ চিকিৎসক যেখানে গিয়ে সেবা দিতে পারবেন নারী চিকিৎসক সেখানে যেতে পারবেন না। কিন্তু এজন্য সেবা ব্যাহত হতে পারে না। এ বিষয়টিকে নীতিনির্ধারকদের ভাবা উচিত। স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ তথ্য 

মতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ভর্তিতে ২০১২-২০১৩ সেশনে তফাৎ ছিল ৪৯১ এবং পরের সেশনে ৫১২ জনের। ২০১২-২০১৩ সেশনে মোট শিক্ষার্থী ভর্তি হন ৩৩১৯ জন। এর মধ্যে মেডিকেলে ২৭৯২ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ছিলেন ১২০৬ জন এবং মেয়ে ১৫৮৬ জন। এ সেশনে ডেন্টালে ৫২৭ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ছিলেন ২০৮ এবং মেয়ে ৩১৯ জন। ২০১৩-২০১৪ সেশনে মোট শিক্ষার্থী ভর্তি হন ৩২৫৪ জন। এর মধ্যে মেডিকেলে ২৭৩৭ জন। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ছিলেন ১১৩৬ জন এবং মেয়ে ১৬০২ জন। এ সেশনে ডেন্টালে ৫১৭ জন। ছেলে শিক্ষার্থী ছিলেন ২৩৬ এবং মেয়ে ২৮১ জন। সরকারি মেডিকেল কলেজের মতো বেসরকারি মেডিকেল কলেজের চিত্রও একই রকম। অপরদিকে চিকিৎসক হয়ে বেরুনোর ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছেন। মার্চ, ২০১৪-এ প্রকাশিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসির তালিকা অনুযায়ী বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ২০১১ সালে বেরিয়েছেন ৩৬৭০ চিকিৎসক। তাদের মধ্যে পুরুষ ১৬৭৪ এবং নারী ১৯৯৬ জন। নারী চিকিৎসক ৩২২ জন বেশি বেরিয়েছেন। পরের বছর বের হন ৩১০৮ চিকিৎসক। তাদের মধ্যে পুরুষ ১৩৮৪ এবং নারী চিকিৎসক ছিলেন ১৭২৪ জন। নারী চিকিৎসক বেরিয়েছেন পুরুষের চেয়ে ৩০৪ জন বেশি। প্রায় একই অনুপাত ছিল ২০১৩ সালেও। এ বছর ৫৫৪৭ শিক্ষার্থী চিকিৎসক হয়ে বের হন মেডিকেল কলেজগুলো থেকে। তাদের মধ্যে পুরুষ ২৩৮৩ জন এবং নারী ছিলেন ৩১৬৪ জন। এবছর নারী চিকিৎসক ছিলেন পুরুষের চেয়ে ১১২১ জন বেশি। স্বাস্থ্য শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, তথ্য অনুসারে মেডিকেল শিক্ষায় ছেলেরা দৃশ্যত পিছিয়ে পড়ছে। পড়াশোনায় অমনোযোগিতা, রাজনীতি, পরিবার থেকে ছেলেদের চেয়ে মেয়েদের বেশি উৎসাহিত করা ইত্যাদি কারণে মেডিকেল শিক্ষায় ছেলেদের সংখ্যা কমছে। মেডিকেলে ছেলে শিক্ষার্থী বাড়াতে ছেলে কোটা প্রবর্তন করা যেতে পারে বলে মনে করেন ঢাকা মেডিকেল কলেজের এনাটমির প্রফেসর ডা. শামীম আরা। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউর ভিসি প্রফেসর ডা. প্রাণগোপাল দত্ত বলেন, মেয়েরা তাদের যোগ্যতায় মেডিকেল চিকিৎসায় জায়গা করে নিচ্ছে। 

সহস্ত্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এমডিজি অর্জনের ক্ষেত্রে মেয়েদের শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ অবস্থায় বাংলাদেশে নারীরা স্বাস্থ্য শিক্ষায় পুরুষের চেয়ে ভাল করছে এটা সুখের বিষয়। এটাকে নারী-পুরুষের ভারসাম্যহীনতা না বলে নারী অগ্রযাত্রা হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে তিনি সারা দেশের সর্বত্র সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নারীর পাশাপাশি দক্ষ পুরুষ চিকিৎসক বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। 

সূত্র - দৈনিক মানবজমিন

Please Login to comment and favorite this News
Next Health News: খাবারে লবণের ব্যবহার কমালে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে
Previous Health News: বারডেমে রোগীরা দুর্ভোগে বিকালে কর্মবিরতি প্রত্যাহার

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')