চট্টগ্রাম মেডিকেল কলেজকে (চমেক) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ২০১১ সালের প্রকল্প প্রস্তাবটি বাতিল করার দাবি জানিয়েছে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি। তারা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় না করে আলাদা কোনো জায়গায় বিশ্ববিদ্যালয় হতে পারে বলে মত দেয়।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১১ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজের ছয়জন শিক্ষকের পাঠানো প্রকল্প প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সরকার কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রজ্ঞাপন জারি করেছে। প্রস্তাবে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে রোগীদের সেবামূল্য ও চার্জ বৃদ্ধি করতে বলা হয়েছে। চার্জ নির্ধারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়ায় গরিব রোগীরা যেমন সেবাবঞ্চিত হবেন, একই সঙ্গে শিক্ষার্থীদেরও বিভিন্ন ধরনের ফি বেড়ে যাবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় গরিব রোগীদের একমাত্র নির্ভরতা এই হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ের আওতায় নেওয়া উচিত হবে না। সে ক্ষেত্রে এই কলেজকে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক। রোগীদের সেবা ও ছাত্রদের শিক্ষা ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বদলে সরকার নির্ধারণ করবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া, জনস্বাস্থ্য কমিটির সদস্যসচিব ডা. সুশান্ত বড়ুয়া, সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি প্রমুখ।
সূত্র - প্রথম আলো

