রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের দুই ইন্টার্নি চিকিৎসককে মারধর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় রোববার সন্ধা ৮ টা থেকে হাসাপাতালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ইন্টার্নি চিকিৎসকরা।
এতে হাসপাতালটিতে চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে।
ইন্টার্নি চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি জানান, রোববার সন্ধায় ডা. মিলন হোস্টেলে ঢুকে একদল দুর্বৃত্ত ইন্টার্নি চিকিৎসক আবুবকর সিদ্দিক ও রেজওয়ানুল হককে বেধড়ক মারধর ও তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসাপাতাল পরিচালকসহ সংশ্লিষ্টদের জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেননি। একারণে রাত ৮ টা থেকে হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
এদিকে ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘটের কারণে হাসাপাতালের চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সাধারণত মুল চিকিৎসকরা রাত ও সকালে নির্দিষ্ট সময়ে এসে রোগিদের দেখে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। আর পুরো সময়টাইতেই ইন্টার্নি চিকিৎসকরা রোগীদের সেবা দিয়ে থাকেন। সেই ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘটে যাওয়ায় রোগীদের সেবার জন্য কেউ নেই সেখানে। আয়া ব্রাদার নার্সরা থাকলেও তারা কোন চিকিৎসা পত্র দিতে পারছেন না।
এ ব্যপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুস সালাম জানান, ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘটে যাওয়ায় মুল চিকিৎসক দিয়ে রোটেশেনের ভিত্তিতে চিকিৎসা দেয়া অব্যাহত আছে। তাদের সাথে আলাপ আলোচনার চেষ্টা চলছে।
সূত্র - natunbarta.com

