ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার চিকিৎসকদের অবহেলায় মো. নীরব (৭) নামের একটি শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় শিশুটির ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করে৷
এদিকে, হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসকেরা গতকাল এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন৷ এ ছাড়া আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত জরুরি বিভাগসহ সব বিভিাগে কর্মবিরিতর ডাক দিয়েছেন তাঁরা৷
শিশুটির স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে নীরবকে পেটে ব্যথার কারণে গত সোমবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়৷ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি ইনজেকশন দেওয়ার পর ১০ মিনিটের মধ্যে তার মৃতু হয়৷ নীরবের স্বজনদের অভিযোগ, ওই ইনজেকশন ছিল মেয়াদোত্তীর্ণ৷ এটি না দেওয়ার জন্য সেবিকাদের অনুরোধ করা হয়েছিল৷ কিন্তু চিকিৎসকদের নির্দেশে সেবিকারা ইনজেকশনটি দেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, নীরবের মৃত্যুর পরপরই তার স্বজনেরা উত্তেজিত হয়ে শিশু ওয়ার্ডের জানালার কাচ ও দরজা ভাঙচুর করে৷ এ সময় হাসপাতালের ফটকের বাইরে একটি ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ ভাঙচুরের প্রতিবাদে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়৷ পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, তিনি ঘটনার সময় হাসপাতালে ছিলেন না৷ আর শিশু বিভাগের প্রধান আনোয়ার হোসেন বলেন, স্বজনদের অভিযোগ মিথ্যা৷ ইনজেকশনটি মেয়াদোত্তীর্ণ ছিল না৷
সূত্র - প্রথম আলো

