আগামী ১০ বছরের মধ্যে ছাড়িয়ে যাবে পশ্চিমাবিশ্বের তুলনায় বাংলাদেশীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে বলে এক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাদেশে হার্ট অ্যাটাকের ওপর এযাবতকালের বৃহত্তম সমীক্ষার প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়েছে, আর্সেনিক, তামা ও সীসার মতো বিষাক্ত ভারি ধাতব বাংলাদেশে হার্ট এ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
বিআরএভিই (বাংলাদেশ রিস্ক অব এ্যাকিউট ভাসকুলার ইভেন্টস) শিরোনামের ওই সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক, আইসিডিডিআর-বি এবং বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ-এর (এনটিসিভিডি) যৌথ অংশগ্রহণে এ সমীক্ষা চালানো হয়।
২০১১ সালে শুরু হওয়া এ উদ্যোগ এখনো চলমান । এ কার্যক্রমের আওতায় চার হাজার এ্যাকিউট মায়োকার্ডিয়াস ইনফেকশন (প্রথম হার্ট অ্যাটাক) এবং চার হাজার স্বাস্থ্যবান হৃদরোগীর ওপর সমীক্ষা চালানে হয়।
বর্তমানে বাংলাদেশের বৃহত্তম হৃদরোগ হাসপাতাল জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে সমীক্ষা চালানো হচ্ছে। এ হাসপাতালে সারা দেশ থেকে এবং সকল আর্থ-সামাজিক অবস্থার রোগীরা চিকিৎসা নিয়ে থাকেন।
মঙ্গলবার আইসিডিডিআর-বি’র সাসাকাওয়া মিলনায়তনে এক সেমিনসারে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এতে বলা হয়, হার্ট অ্যাটাকের প্রধান ঝুঁকির কারণ ডায়াবেটিকস, ব্লাড প্রেসার, লিপিডস ও ধূমপান। বেশির ভাগ হার্ট অ্যাটাক আক্রান্ত ব্যক্তি রোগা-পাতলা এবং এক-তৃতীয়াংশ স্থূল বা পেট মোটা লোক।
সমীক্ষায় দেখা যায়, রক্তে আর্সেনিক, তামা ও সীসার মতো বিষাক্ত ধাতব উপাদান বৃদ্ধি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
সূত্র - natunbarta.com

