চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ২১তম ব্যাচের বার্ষিক মিলনমেলা উপলক্ষে গতকাল শনিবার কক্সবাজারে রক্তদান এবং ওষুধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সৈকতের ওশান প্যারাডাইসের লবিতে ব্যাচের সংগঠন সিএমসি-টোয়েন্টি ওয়ান এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ব্যাচের সদস্যরা স্বপ্রণোদিতভাবে রক্তদান করেন। বার্ষিক মিলনমেলা উদ্যাপন করতে ২ মে সিএমসি-টোয়েন্টি ওয়ানের ৩০ সদস্য সপরিবারে কক্সবাজার ভ্রমণে আসেন।
কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও বিএমএ কক্সবাজারের সভাপতি এবং ডাক্তার অরূপ দত্ত বাপ্পি বলেন, ‘সংগঠনের সদস্যরা পেশাগত কাজে সারা বছর ব্যস্ত সময় পার করি। এ কারণে মেডিকেলে পড়াকালীন দুরন্ত সময়ের সারথিদের খোঁজখবর নেওয়া হয়ে ওঠে না। তাই প্রতিবছর সবাই এক জায়গায় মিলিত হওয়ার চেষ্টা করি। আর প্রতিবারই কোনো না কোনো সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করি আমরা।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মুহামঞ্চদ জাহাঙ্গীর, উপাধ্যক্ষ এন আমিন, কক্সবাজারের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) পুঁ চ নু, আবদুর নূর বুলবুল প্রমুখ।
সূত্র - প্রথম আলো

