কিছুদিন আগেও এইডস প্রতিকারে ওষুধ আবিষ্কার করতে ব্যর্থ ছিলেন বৈজ্ঞানিকরা৷ তবে এবার এইচআইভি সংক্রমণকে রুখতে বৈজ্ঞানিকরা অর্জন করলেন সাফল্য৷ এক গবেষণায় জানা গেছে যে, অস্ট্রেলিয়ার আশপাশের বিভিন্ন সমুদ্র থেকে তুলে আনা প্রবালে এক ধরনের প্রোটিন রয়েছে যা এইচআইভিকে রুখতে সক্ষম৷
ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের বেরি আ কিফের নেতৃত্বে এই গবেষণা করা হয়৷ স্যান দিয়েগোতে অনুষ্ঠিত বার্ষিক বৈঠকের এক্সপেরিমেন্টাল বায়োলজিতে এই গবেষণার ফলাফল পেশ করা হয়েছে৷
ক্যানসার ইনস্টিটিউটে বিভিন্ন প্রাণীজ তত্ত্ব নিয়ে গবেষণার ফলাফলে দেখা যায়, উত্তর অস্ট্রেলিয়ার উপকূল অঞ্চলে যেসব প্রবাল রয়েছে সেগুলোতে ‘কেনিডেরিন্স’ নামের প্রোটিন পাওয়া যায়৷ যা এইচআইভি সংক্রমণ রুখতে কার্যকর ভূমিকা পালন করে।
প্রধান গবেষক বেরি আ কিফে জানিয়েছেন, প্রবালে উপস্থিত এই প্রোটিন এইচআইভি সংক্রমণকে রুখতে কার্যকর এবং এটি একেবারে অন্যভাবে কাজটি করে, এটি বাস্তবিকই সত্যিই চমকপ্রদ৷
সূত্র -natunbarta.com

