ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রিয়া বৈদ্যকে (১৪) তার আর দশজন সহপাঠীর থেকে আলাদা করার উপায় নেই। তবে রিয়ার পরিচিতজনেরা জানেন তার জীবনটা রুটিনে বাঁধা। এই বয়সেই হিসাব করে খাওয়া-দাওয়া করতে হয় তাকে। নিতে হয় ইনসুলিন। বইপত্রের সঙ্গে বহন করতে হয় গ্লুকোমিটার। রক্তের চিনির পরিমাণ বাড়লকি কমল সেটা পরীক্ষা করতে হয় প্রতিদিনই। নগরের সদরঘাট এলাকার বাসিন্দা রিয়া লড়ছে ডায়াবেটিসের বিরুদ্ধে। দশ বছর বয়েসে ডায়াবেটিস ধরা পড়লেও চিকিৎসকেরা জানিয়েছেন, জন্মের কয়েক বছর পরই রিয়া এই রোগে আক্রান্ত হয়েছিল। অভিভাবকদের ...

