বর্তমানে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশও বেড়েই চলেছে। আর এর মূল কারণ হলো ‘আধুনিক’ জীবনযাত্রা, মানুষের খাদ্যাভাসের আমূল পরিবর্তন ও শারিরীক শ্রম না করা। অনেকেই ভাবেন, বয়স বেশি হলেই কেবল ডায়াবেটিস হয়। তবে সত্যিটা হচ্ছে, এই রোগের কোনো বয়স নেই। একটা তিন মাসের শিশুরও ডায়াবেটিস হতে পারে। অর্থাৎ তিন মাসের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের ব্যক্তিও যেকোনো মুহূর্তে এই রোগে আক্রান্ত হতে পারেন। এই রোগের কারণ উদ্ভাবনের ক্ষেত্রে বংশগত রোগের ইতিহাস দেখা হয়। তবে তার মানে এই নয়,...

