ডায়াবেটিক রোগীর প্রায় ৫০ শতাংশ রেটিনোপেথিকে আক্রান্ত
বর্তমানে দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা ৩০ লাখের বেশি। এর মধ্যে প্রায় ৫০ শতাংশই রেটিনোপেথিক রোগে আক্রান্ত। ডায়াবেটিস থেকেই রেটিনোপেথিক রোগ হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এ রোগটি চোখের রেটিনার রক্তকণিকা নষ্ট করে ফেলে। আর দৃষ্টিশক্তি হারানোর অন্যতম একটি কারণ এই রেটিনোপেথিক রোগ। গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতিবছর ২০ থেকে ৭৪ বছর বয়সী মানুষের শতকরা ৪.৮ ভাগ এ রোগে অন্ধ হয়ে যান। যদি ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করা যায়, তবে রোগটি প্রতিরোধ করা যাবে। এ রোগ...
Posted Under : Health News
Viewed#: 37
আরও দেখুন.

