বিশ্বের সেরা হাসপাতাল
২৪ অক্টোবর, ১৩
Viewed#: 30
জন হপকিন্স হাসপাতালটি এখন সারা বিশ্বের মানুষের কাছে পরম আস্থার নাম। বিশ্বের সেরা হাসপাতালগুলোর তালিকায় এটিই রয়েছে প্রথম স্থানে। চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশের জন্যই সেরা হওয়ার গৌরব অর্জন করেছে হাসপাতালটি। ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টে এটিকেই ঘোষণা করা হয়েছে তালিকার প্রথমেই। বিশ্বসেরা হাসপাতাল নির্ণয়ের জন্য বেশকিছু দিক বিবেচনা করা হয়ে থাকে। একদিকে যেমন চিকিৎসাসেবার মান ও রোগীদের দেওয়া পয়েন্ট যোগ করা হয় তেমনি গবেষণার ক্ষেত্রেও কোন হাসপাতাল কতটুকু সাফল্য অর্জন করেছে সেটাও বিবেচ্য হয়ে থাকে। সব কিছু মিলিয়েই জন হপকিন্স অদ্বিতীয়। এই হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে নির্বাচকদের মতামত ছিল, এই হাসপাতালের চিকিৎসাসেবা প্রদানের পরিবেশ অতুলনীয়। প্রায় ৫০০০ হাসপাতাল থেকে সেরা হাসপাতালের তালিকায় এটিকেই সেরা বলে নির্বাচন করা যায়। সব দিক থেকেই এটি অতুলনীয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের কারণে এখানে রোগীরাও অনেক নিরাপদ বোধ করেন বলে মতামত দিয়েছেন। বিশ্বের খ্যাতনামা চিকিৎকদের কাছ থেকে পরামর্শ পাওয়ার সব ধরনের সুযোগ রয়েছে এই হাসপাতালে। কোনো বিষয়ে সমাধানে পেঁৗছতে রোগীর নিরাময়ই তাদের প্রধান লক্ষ্য বলে সমাদৃত আছে। রোগীদের জন্য সর্বোচ্চ সেবার পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো নতুন রোগের প্রাদুর্ভাবের খবর পাওয়া মাত্রই সে বিষয়ে তাদের নিজস্ব তত্ত্বাবধানে গবেষণার ব্যবস্থা করা আছে। প্রায় ছয়টি দেশের সেরা ১৫টি হাসপাতালের সঙ্গে পাল্লা দিয়ে তাই এটিই বিশ্বের সেরা হাসপাতাল হিসেবে ঘোষিত হয়। এই হাসপাতালে সাধারণ যে কোনো রোগ থেকে শুরু করে ক্যান্সার নিরাময়েরও ব্যবস্থা আছে।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন