৬০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতাল চলাকালীন এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ওয়ার্ডে না থাকার কারণে চিকিৎসাসেবায় কিছুটা ব্যাঘাত হয়। তবে পরিচ্ছন্নতা, ওষুধ আনা-নেওয়া, রোগী নিয়ে যাওয়া ও নিরাপত্তাজনিত সমস্যাগুলো এ সময় দেখা দেয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসাব্যবস্থায় কোনো ব্যাঘাত হয়নি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গনি বলেন, কর্মচারীরা তাঁদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছেন। তাঁদের বলে তাড়াতাড়ি কাজে ফিরিয়ে আনা হয়েছে। এতে খুব বেশি সমস্যা হয়নি। শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের সমাবেশটি দুপুর ১২টা পর্যন্ত স্থায়ী হয়। তাঁরা মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় পরিষদের চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ সহিদ উদ্দিন, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন প্রমুখ বক্তব্য দেন। পাঁচ দফার মধ্যে রয়েছে ৬০ শতাংশ মহার্ঘ ভাতা, স্থায়ী পে-কমিশন ঘোষণা।
সূত্র - প্রথম আলো

