রোগ নিরাময় ও শারীরিক পরিচর্যার জন্যই গড়ে উঠেছে হাসপাতাল। বিশ্বজুড়ে অসংখ্য হাসপাতাল রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এসব হাসপাতালের মূল লক্ষ্য চিকিৎসাসেবা প্রদান করা হলেও মানে ও গুণে এদের মধ্যে রয়েছে বৈচিত্র্য। আর তাই যেমন রয়েছে ভ্রমণকারীদের সবচেয়ে পছন্দের হাসপাতাল, তেমনি রয়েছে শুধু ধনীদের জন্য বিলাসবহুল হাসপাতাল। বিশ্বজুড়ে এমনই বৈচত্র্যময় কিছু হাসপাতাল নিয়ে আজকের রকমারি।
উন্নত চিকিৎসাসেবা গ্রহণের জন্য সারা বিশ্বের মানুষের কাছেই সুপরিচিত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। এ হাসপাতালে বিশ্বসেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব চিকিৎসা নেন বলেই এই হাসপাতালের আলাদা গুরুত্ব সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী। মাউন্ট এলিজাবেথের স্লোগানেই রয়েছে-চেষ্টা আমাদের, ভাগ্য আপনার। সিঙ্গাপুরের পার্কওয়ে গ্রুপের অন্যতম সফল প্রতিষ্ঠান এই হাসপাতালটি। অত্যাধুনিক শল্যচিকিৎসার সাহায্যে রোগীর রোগ নিরাময়ে তাদের সাফল্য বিশেষভাবে আলোচিত। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুটি প্রধান কমপ্লেঙ্ রয়েছে, মাউন্ট এলিজাবেথ এবং মাউন্ট এলিজাবেথ নভেনা হসপিটাল। দীর্ঘ চলি্লশ বছরেরও বেশি সময় ধরে একই ধারাবাহিকতায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল চিকিৎসাসেবা দিয়ে চলেছে। শুধু সিঙ্গাপুর নয়, এশিয়া, ইউরোপেও চিকিৎসাসেবা প্রদানে বিশেষভাবে সমাদৃত এই হাসপাতালটি। এ হাসপাতালের আজকের এই অবস্থানে উঠে আসার পেছনে রয়েছে অভিজ্ঞ চিকিৎসদের সর্বোচ্চ সেবা ও রোগীবান্ধব পরিবেশ। এখানেই রয়েছে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসাসেবা পাওয়ার নিশ্চয়তা। এই হাসপাতালে সবাইকে একই মানে বিবেচনা করা হয়। মাউন্ট এলিজাবেথের নতুন সংযোজন মাউন্ট এলিজাবেথ নভেনা। প্রতিটি রোগীর ভর্তি থেকে শুরু করে চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত তথ্য-উপাত্ত কম্পিউটারাইজড পদ্ধতিতে সংরক্ষিত থাকে। এ ছাড়া হঠাৎ কোনো জটিলতার কারণে চিকিৎসাধীন অবস্থায় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলেই খুঁজে বের করা হয় কেন জটিলতা দেখা দিয়েছে। উন্নত বিশ্বের আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এখানে। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের নিবিড় পরিচর্যায় রোগীকে সুস্থ করে তোলাটাই তাদের মূল উদ্দেশ্য। চিকিৎসা সংক্রান্ত সর্বাধুনিক নানা সরঞ্জাম ছাড়াও আছে রোগীর মনস্তাত্তি্বক পরিচর্যার ব্যবস্থাও। ভিন্ন ভাষাভাষী রোগীরা যাতে নিজ ভাষাতেই পুরো বিষয়টি বর্ণনা দিতে পারে তার জন্য রয়েছে দোভাষী। এ ছাড়া হাসপাতাল ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে যে কোনো ঘর থেকেই পুরো ভবনটি চোখে পড়ে। তাই রোগী নিজের বিছানায় শুয়েই দেখতে পাবেন অন্য মানুষকে, কখনোই তার একা লাগবে না। মাউন্ট এলিজাবেথ নভেনা সিঙ্গাপুরের প্রথম হাসপাতাল যেখানে রোগীর ব্যক্তিগত সুবিধা-অসুবিধাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। ৩৩৩টি বেড, ৪০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট, ২০টি সার্জারি বেড, একটি হাইব্রিড থিয়েটারসহ ১৩টি অপারেটিং রুম ও ৫টি এন্ডোসকপিক রুম রয়েছে। এসব সুযোগ-সুবিধা সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত ও যুগোপযোগী করা হচ্ছে।
এই হাসপাতালে রয়েছে ২৪ ঘণ্টা দুর্ঘটনা ও জরুরি চিকিৎসার সুব্যবস্থা। রেডিওলজি, থেরাপি, ডায়ালাইসিস-সহ চিকিৎসা জগতে অত্যাধুনিক ব্যবহার মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নিতে আসা রোগীদের আস্থা অর্জন করতে পেরেছে। এখন এই হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রোগীরা ছুটে আসে।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন

