home top banner

খবর

‘আসুন বাংলাদেশকে বিষমুক্ত রাখি’
১০ জুন, ১৪
Tagged In:  formalin  fruits vitamin   Posted By:   Healthprior21
  Viewed#:   40

fruits-for-healthভরা মৌসুম। বাজারে রসালো ফলের সমাহার। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে অন্য ফলের সঙ্গে আসছে আম। কিন্তু অভিযোগ তা ‘বিষযুক্ত’। অভিযোগের প্রকৃত চিত্র তুলে আনতে রাজধানীর বাজার-আড়ত চষে বেড়িয়েছে বাংলানিউজের ৫টি টিম, কিন্তু সুখবর মেলেনি, সব ফলেই ‘বিষ’!

 
৫ টিমের অনুসন্ধানী প্রতিবেদনে কোথায়, কীভাবে, কারা, কোন কোন ‘বিষ’ ব্যবহার করে আমকে চকচকে রঙ করার নামে বিষাক্ত করে; তার বিস্তর তথ্য পাওয়া গেছে।
 
বাংলানিউজের পাঠকরা প্রতিষ্ঠানের এই কার‌্যক্রমকে সাধুবাদ জানিয়ে এখন প্রশাসনের জোর তৎপরতা চাইছেন, যাতে রাজধানীতে বিষমুক্ত আম আসে।
দেশে ফরমালিন নিষিদ্ধ হলেও অনুমতি নিয়ে গবেষণা বা পরীক্ষার জন্য তা আমদানি করা যায়। কিন্তু বাজারে কাঁচা খাদ্যপণ্যে হরহামেশাই এর ব্যবহার ভোক্তাদের শঙ্কিত করে তুলেছে। ফলের মৌসুমে ফরমালিনের ব্যবহার তুঙ্গে উঠে।
 
বাংলানিউজের এডিটর ইন চিফের দিক নির্দেশনায় বাংলানিউজ টিম উত্তর-দক্ষিণের জেলা থেকে আসার প্রবেশপথ গাজীপুর চৌরাস্তা বাইপাস, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, বাদামতলী, ওয়াইজঘাট ফলের আড়ত ছাড়াও কারওয়ানবাজার, ধোলাইপাড় ও মোহাম্মদপুরে ফলের দোকান চষে বেড়ায়। 
 
কখনো ব্যবসায়ী, কখনো ক্রেতা আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে সারা রাত সুকৌশলে তথ্য অনুসন্ধান করে বাংলানিউজ টিম।
 
আড়তদারদের মধ্যে আমে কেমিক্যাল মেশানো নিয়ে কোনো ধরনের রাখঢাক ছিল না, ছিল না কোন অনুতাপও। সবাই প্রকাশ্যে কেমিক্যালযুক্ত আমের কথা স্বীকার করে জানান উৎপত্তিস্থলেই আমে ফর্মালিন ও কার্বাইড মোশানো হয়।
 
রাতের কাজে সকাল থেকে দিনভর বাংলানিউজের গুরুত্বপূর্ণ বক্সে স্থান পায় অনুসন্ধানী খবরগুলো। পাঠকরাই দিনের সর্বাধিক পঠিতের তালিকায় তুলে এনে মন্তব্যও করেছেন খবরগুলোতে। 
 
পাঠকের সঙ্গে সরাসরি মিথস্ক্রিয়েই অনলাইনের বৈশিষ্ট, তাই ঘটেছে। অধিকাংশ পাঠকই বাংলানিউজের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসেনকে সক্রিয় হয়ে কার‌্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। 
 
হাজার হাজার মন্তব্যের মধ্যে বাছাই করা কিছু মন্তব্য নিয়ে এই প্রতিবেদন।
 
‘ব্যাপারীর তেলেসমাতি, নিশ্চিন্ত ব্যবসায়ী’ প্রতিবেদনের শেষে মন্তব্যের স্থানে এক পাঠক মনের খেদ থেকে লিখেছেন, ‘আম খাওয়াই বাদ দিতে হবে’। শহিদুল ইসলাম নামের এই পাঠকের সঙ্গে যোগ দিয়ে সুজা সরকার লিখেছেন, ‘Ah! If those are formalin free.’
 
ক্যাচালবাজ পরামর্শ দিয়েছেন, ‘ব্যাপারীরা আম সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পাঠানোর সময়ই পরীক্ষা করলেই ধরা পড়বে সব’।
 
‘মরণের ভয় করেন কেন’- এ প্রতিবেদনে ওমর নামে এক পাঠক লিখেছেন, ‘ফরমালিনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান হচ্ছে, ভাল কথা। কিন্তু কেউ কি একবারও ভাবছেন, কেন ফরমালিন ব্যবহার হচ্ছে? বিদেশে যেখানে হিমগার, হিমায়িত ট্রাক ইত্যাদি আছে, সেখানে তো ফরমালিন ব্যবহার হচ্ছে না! আমরা যদি ফল চাষী বা ব্যবসায়ীদেরকে একটা সঠিক সমাধান দিতে না পারি, তারা তাদের উৎপাদন বাঁচানোর জন্য তো যা পাবে তাই ব্যবহার করবে! সমাধান আগে দিন, তারপরে না মানলে তারপরে শাস্তি দিন।’
 
পুলিশ, র‌্যাবকে পরামর্শ দিয়ে লেলিন বলেছেন, ‘দয়া করে বাংলানিউজের এই সাংবাদিকদের এই থিউরি ব্যবহার করুন, কীভাবে তারা সত্যিকার তথ্য তুলে এনেছে।’
 
ঢাকা মহানগর পুলিশ এরইমধ্যে রাজধানীবাসীকে ‘বিষমুক্ত’ ফল খাওয়াতে ঘোষণা দিয়েছে বুধবার থেকে ঢাকার প্রবেশপথে তারা তল্লাশিচৌকি বসাবে।
 
পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে লেলিন লিখেছেন, ‘আগেই এটা ঘোষণা করা উচিত হয়নি’। 
 
‘বাগান থেকেই বিষাক্ত!’- সংবাদটিতে হতাশা থেকেই আনন্দ নামের একজন লিখেছেন, ‘আমরা তাহলে জেনেশুনেই বিষ করেছি পান?’ 

পড়ার পাশাপশি পাঠকগণ অনুসন্ধানী প্রতিবেদনগুলো শেয়ার করেছেন ফেইসবুক, গুগলপ্লাস, টুইটারেসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে। কেউ ফেইবুকে বাংলানিউজের পেইজ থেকেই শেয়ার ও মন্তব্য করেছেন। 

আব্দুস সালাম লিখেছেন, ‘আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা এই আম খাব না’, ‘বাগান থেকেই বিষাক্ত!’ প্রতিবেদনে তার এই মন্তব্য।
শিবলী আহমেদ লিখেছেন, ‘আপনাদের সময়োপোযোগী রিপোর্টিংকে সাধূবাদ...।’

‘নামেই ফরমালিন মুক্ত, ব্যবহার নেই পরীক্ষা মেশিনের’- সংবাদটির শেয়ারের নিচে রাজ দে নামে এজন লিখেছেন, ‘আসুন আমরা সবাই মিলে খাবারের বিষমুক্ত করি... বাংলাদেশকে বিষ মুক্ত রাখি।’

এমডি জাহাঙ্গীর আলম ‘আমের আড়তে নেই আমের ঘ্রাণ’- প্রতিবেদনের ফেসবুক পেজে মন্তব্য করেন, ‘ফর্মালিনের আমরে ঘ্রাণ পাবেন কই?’
‘ব্যাপারীর তেলেসমাতি, নিশ্চিন্ত ব্যবসায়ী’- প্রতিবেদনে মন্তব্য করেছেন আলতাফ হোসেন রাসেল। 
 
তার মতে, ‘ফরমালিন বা কার্বাইড অথবা খাদ্যে যে কোন ভেজাল মেশানো একটি কঠিন অপরাধ। যার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু আমদের দেশের সরকার প্রধানদের নিরবতার কারণে এটি একটি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। যদি সরকার এটিকে কঠোর হস্তে দমন না করে এবং এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড না করে তাহলে কোনদিন এই সমস্যার সমাধান হবে না। এবং মানুষ দিন দিন এগুলো খেয়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কলে ঢলে পড়বে।’
 
‘সরকার যদি কঠোর আইন করে ১/২ জনকে শাস্তি দেয় তাহলে এই অপরাধ আর কেউ করবে না’ মনে করেন রাসেল।
 
‘মরণের ভয় করেন কেন’- প্রতিবেদনে সব ফলেই ফর্মালিন থাকে কি না- তা নিয়ে প্রশ্ন তুলে নুরুন নাহার খান ‘সরকারের কঠিন শাস্তি ও বিপুল পরিমাণের জরিমানা করা অবিলম্বে দরকার’। 
 
‘অতি শিগগিরই আইন প্রণয়ন করুন’ – এমনই মন্তব্য তার।
 
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১৪ 

সূত্র - বিডিনিউজ টোয়েন্টিফোর

Please Login to comment and favorite this News
Next Health News: বুধবার রাত থেকে বিষমুক্ত খাবার চিহ্নিত করবে ডিএমপি
Previous Health News: ‘ওষুধে মৃত্যুপথযাত্রীর যন্ত্রণা কমানো জরুরি’

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')