ফরমালিন আতঙ্ক এখন দেশজুড়ে। একটি দেশীয় কৃষি সংস্থা সেই আতঙ্ক দূর করতে মাত্র ১ টাকায় ফরমালিন পরীক্ষা করা যায় এমন প্রযুক্তি বাজারজাতের ঘোষণা দিয়েছে। ‘স্বপ্নবাংলা’ নামের একটি প্রতিষ্ঠান ওই প্রযুক্তি-পণ্য খুব শীঘ্রই দেশের বাজারে বিক্রি করবে। ফল, সবজি ও মাছের উপরিভাগের ধোঁয়া পানি টিউবের মধ্যে নিয়ে এক ফোঁটা ফরমালিন টেস্টারের দ্রবন মেশালে পানির রং পরিবর্তনের মাধ্যমে ফরমালিনের উপস্থিতি সনাক্ত করা সম্ভব হবে বলে জানা গেছে। ওই টেস্টের দ্রবন কিনতে ২০০ টাকা খরচ করতে হবে, যা দিয়ে ২০০ বার...

