এনার্জি বাড়াতে ফল খান ডিনারেও
06 August,14
Viewed#: 65
সারাদিনের হাড় ভাঙা খাটুনি আমাদের বিরক্ত, দুর্বল করে দেয়। এর কারণ, আমাদের শরীরে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, সে সবই সারা দিনে শেষ হয়ে যায়। এই পরিস্থিতিতে নিজের ওজন এবং শক্তি ধরে রাখতে চাইলে রাতেও ফল খান। অয়েলি খাবার খাওয়ার চেয়ে অনেক ভালো ফল খাওয়া। তবে মনে রাখবেন ৮টা নাগাদ নৈশাহার সেরে ফেলবেন।
এখানে ৬টি ফলের কথা বলা হলো, যা আপনাকে পর্যাপ্ত শক্তি জোগাবে--
১. কলা: এক্সারসাইজের আগে কলা খান। এটি কার্বোহাইড্রেটের উৎকৃষ্ট উৎস।
২. তরমুজ: এই ফলে ভিটামিন- সি থাকে। তরমুজে পানির আধিক্য আমাদের সারাদিন সতেজ এবং হাইড্রেট রাখে।
৩. আপেল: আপেল আমাদের শক্তিকে অনেক ধীর গতিতে নিষ্কাশিত করে। ফলে এনার্জির শেষ হতেও সময় লাগে। আবার ভিটামিন বি, সি এবং পটাশিয়াম- দুই-ই আপেলে প্রচুর পরিমাণে থাকে। যা আপনাকে সারা দিন এনার্জেটিক রাখে।
৪. কমলালেবু: শক্তি এবং ভিটামিন- সি-র উত্কৃষ্ট উত্স কমলালেবু। পাশাপাশি কমলালেবুতে ফসফরাস, মিনারেল এবং ফাইবারও থাকে, যা শরীরে প্রয়োজনীয় শক্তি জোগায়।
৫. পেপে: পেপে অনাক্রম্যতা বৃদ্ধি করে। পাশাপাশি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বেনিফিটও দেয়।
৬. আম: ফলের রাজা আম ভিটামিন বি এবং সি-র উত্স। এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং প্রোটিনও থাকে।
সূত্র - ওয়েবসাইট