বুধবার রাত থেকে বিষমুক্ত খাবার চিহ্নিত করবে ডিএমপি
10 June,14
Viewed#: 29

বাজারে বিষমুক্ত ফলের সরবরাহ নিশ্চিত করতে আগামী ১১ জুন বুধবার থেকে রাজধানীতে প্রবেশের ৮টি পয়েন্টে চেকপোস্ট বসাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব চেকপোস্টে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসা ফলে ফরমালিন বা অন্য কোন ক্ষতিকর উপাদান আছে কি না তা পরীক্ষা করা হবে।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার বেনজির আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, মধুমাসকে সামনে রেখে নগরবাসী আম, লিচুসহ বিভিন্ন ধরনের মৌসুমী ফল বাজার থেকে কিনবে। আর এজন্য আমরা খুচরা বিক্রেতা থেকে শুরু করে আমদানিকারক পর্যন্ত বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি। তারা আশ্বস্ত করেছেন, কার্বাইড বা বিষযুক্ত ফল বিক্রি করবেন না।
তিনি জানান, ৮টি চেকপোস্টে ফরমালিন ও কার্বাইড পরীক্ষার জন্য এফবিসিসিআই, বিএসটিআই, সিটি করপোরেশন, পুলিশ ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পুলিশকে সহযোগিতা করবেন।
ফল ব্যবসায়ীরা যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য উৎপাদনস্থল থেকে ফরমালিনমুক্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত পাইকারি ব্যবসায়ীদের দাম পরিশোধ না করার আহবান জানান বেনজির আহমেদ।
তিনি বলেন, ফরমালিন বা খাদ্যে বিষক্রিয়া সামাজিক গণহত্যার মতো ব্যাধিতে পরিণত হয়েছে। এই গণহত্যা বন্ধের জন্য বুধবার রাত থেকে অভিযান পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন- ডিএমপির তিন অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল জলিল, আব্দুল জলিল মন্ডল ও মিলি বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ৮, ২০১৪
সূত্র - বিডিনিউজ টোয়েন্টিফোর