‘আমার রেডক্রস-আমার রেডক্রিসেন্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবস।
সাতক্ষীরা ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলতায়তনে এক আলোচনা সভা আয়োজন করেন।
আলোচনা সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট সাধারণ সম্পাদক শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মহিলা কাউন্সিলর জ্যেৎসনা আরা, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। -
সূত্র -risingbd.com

