খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল শনিবার দুপুরে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীর সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, এই হাসপাতালকে আরো আধুনিকায়ন করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি আগামী এক সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে। শিগগির দেশের সব অবৈধ ক্লিনিক বন্ধ করে দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
সূত্র - natunbarta.com

