কর্তব্যে অবহেলার অভিযোগে ময়মনসিংহের দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের দুই চিকিৎসক ও এক স্বাস্থ্য সহকারীকে বরখাস্ত করা হয়েছে।
কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই তিন স্বাস্থ্যকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়, ময়মনসিংহের ভালুকার ধলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ড. ইলিয়াস বিন আকবর, উথুরা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ড. নাসরিন সালাম ও স্বাস্থ্য সহকারী এ আর আব্দুল বাকিকে কর্মস্থলে না পাওয়ায় ‘সাময়িকভাবে বরখাস্ত’ করা হয়েছে।
তবে কীভাবে তারা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তা বিবরণীতে ব্যাখ্যা করা হয়নি।
স্বাস্থ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা পরিক্ষীত চৌধুরী বলেন, দেশজুড়ে সকল চিকিৎসা কর্মকর্তাকে তাদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী ড. নাসিম বলেন, কোনো অন্তত দুবছর গ্রামে দায়িত্ব পালন না করলে চাকরিচ্যুত করা হবে।
ওই বৈঠকে স্বাস্থ্যকর্মীদের গ্রামের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে আইন প্রয়োগের প্রতিশ্রুতি দেন তিনি।
সূত্র - bdnews24.com

