চিকিৎসক লাঞ্ছনাকারীদের গ্রেফতারের দাবিতে বারডেম হাসপাতালের চিকিৎসকরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের রূপসী বাংলা হোটেলের সামনে থেকে ঢাকা ক্লাব পর্যন্ত চিকিৎসকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে ডা. মাহমুদুননবী ফিরোজ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আটক করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে।
এর আগে সকালে চিকিৎসকদের এক সভায় শনিবার একই দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করবেন বলে জানান তারা।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই চিকিৎসকরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। বারডেমে বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। হাসপাতালের বহির্বিভাগেও রোগীদের ভিড় লক্ষ করা গেছে।
এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা কাজ করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় শাহবাগ মোড়ে চিকিৎসক লাঞ্ছনাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সূত্র - risingbd.com

