মশার কামড় রোগব্যাধি ছড়ায় এটাই আমরা জানতাম। কিন্তু মশার কামড় যে ক্যানসার ভালো হয় সেটা কি জানতাম! এই অজানা বিষয়টি এখন সামনে এলো। লন্ডনের বার্মিংহামের একটি শিশুর ক্যানসার ভালো হয়েছে মশার কামড়ে।
ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণ লন্ডনের বার্মিংহাম পোস্টের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে।
লন্ডনের হার্মিংহামের কিংসনটন এলকায় বসবাসরত তিন বছর বয়সী শিশু কনি মেকজির ব্লাড কানসার (লুউকেমিয়া) ধরা পড়েছে। ডাক্তার বলেছেন, তাকে ২০১৬ সাল পর্য়ন্ত কেমো থেরাপি দিতে হবে। একমাত্র সন্তানের ক্যানসার হওয়ায় মা হাইলি উইলিয়ামসের যেন পৃথিবীটাই থেমে গেছে।
এ পরিস্থিতির মধ্যে মানসিক অবস্থার পরির্তনের জন্য তিনি মেয়েকে নিয়ে ঘুরতে যান। ওই সময় মেয়ে কনি মেকজিকে মশা কামড় দেয়। যে স্থানে মশা কামড়িয়েছিল সে স্থানে ক্ষতের সৃষ্টি হয়। এক সপ্তাহ পর মেকজির মা মশার কামড়ে ক্ষত স্থানটি দেখানোর জন্য আবারো ডাক্তারের কাছে যান।
ডাক্তার ক্ষতস্থানের রক্ত পরীক্ষা করে দেখেন কানসার নেই। এরপর আরো পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানতে পারেন মেকজির ব্লাড ক্যানসার নেই। ডাক্তাররা বলেছেন, মশার কামড় মেকজির ব্লাড ক্যানসারের ভাইরাস নষ্ট করে দিতে পারে। তবে এ বিষয়টি নিয়ে আমরা গবেষণা করছি।
মেয়ের ক্যানসার ভালো হওয়ায় মা হাইলি উইলিয়ামস বলেছেন, মশার কামড় সৃষ্টি কর্তার আর্শিবাদ ছিল। যার কারণে আমার মেয়ের ক্যানসার ভালো হয়ে গেছে।
সূত্র - natunbarta.com

