ঘরে বসে ডায়াবেটিকসের চিকিৎসা
06 April,14
Viewed#: 186
বাংলাদেশে এখন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা কম নয়। বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যা ৬১ লক্ষ্যকেও ছাড়িয়ে যাবে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ধীরে ধীরে কিডনি, হৃদযন্ত্র, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে ও অকার্যকর করে দেয়। নিয়মমাফিক চলাফেরা আর খাওয়া দাওয়ার পরও ডায়াবেটিসে আক্রান্তদের অনেকেই এখনো রয়েছেন সঠিক চিকিৎসা গন্ডির বাইরে।
চাইলে আপনি ঘরে বসে নিজেই ডায়াবেটিসের চিকিৎসা করতে পারেন। এক্ষেত্রে বাড়তি কোনো প্রস্তুতিরও দরকার নেই।
ডায়াবেটিস রোগীদের জন্য মেথি একটি গুরুত্বপূর্ণ পথ্য। মেথি একইসাথে মসলা, খাবার ও পথ্য তিনটিরই কাজ দেয়। মেথি স্বাদে তিতা হলেও রক্তের সুগার বা শর্করা নিয়ন্ত্রণের বিস্ময়কর শক্তি আছে এটির।
রক্তের শর্করা ও কোলেস্টেরলের মাত্রা কমাতে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মেথি চিবিয়ে খেতে পারেন কিংবা এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সেই পানি পান করুন।
এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত সকালে মেথি খেলে ডায়াবেটিসজনিত অন্যান্য অসুখ কম হয়। সাথে সাথে স্ট্রোক হওয়ার প্রবণতা কম থাকে এবং ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে।
তবে এর সাথে ডায়াবেটিসের অন্যান্য ঔষধও চালিয়ে যেতে হবে।
এছাড়া প্রচুর সবুজ শাকসবজি খাওয়ার অভ্যাস করলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। প্রতিদিন একবার করে গাজর, পালংশাক ও ব্রকোলির মতো সবজি খেলে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় ১৪ শতাংশ। এই ধরণের ডায়াবেটিসে সাধারণত প্রাপ্তবয়স্করাই আক্রান্ত হয়ে থাকেন।
সবুজ শাকসবজির পাশাপাশি স্বাস্থ্যকর খাবার এবং বেশি বেশি ব্যায়ামও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করবে।
সূত্র - পরিবর্তন.কম