আধুনিক গৃহিণীদের প্রায় সবাই ননস্টিক হাঁড়ি-পাতিলের অন্ধ ভক্ত। এই হাঁড়িগুলো শুধু দেখতেই সুন্দর নয়, দারুণ কাজেরও।
এগুলোতে রান্না করলে তেল ও সময় দুটিই কম লাগে। ফলে দাম একটু বেশি হলেও কিনতে আপত্তি তোলে না কেউ। তবে সম্প্রতি এ হাঁড়িগুলোরই হাঁড়ির খবর ফাঁস করেছেন গবেষকরা। এর একটি ঝুঁকিপূর্ণ দিকের কথা তারা তুলে ধরেছেন।
নতুন এক গবেষণায় জানা গেছে, হাঁড়িগুলো তৈরিতে বিষাক্ত কয়েকটি পদার্থ ব্যবহার করা হয়। আর এসব পদার্থ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়।
সুইডেনের উপসালা ইউনিভার্সিটির একদল গবেষক সম্প্রতি এ গবেষণা চালায়। এতে দেখা যায়, রক্তে এসব বিষাক্ত পদার্থের অতিমাত্রায় উপস্থিতি ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। এর আগে এ দলটি পরিবেশের বিষাক্ত পদার্থ যেমন পিসিবি, কীটনাশক ও থালেটসের সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পর্কিত বলে জানায়।
এ ধরনের পদার্থ শিল্পসংক্রান্ত ও ভোগ্যপণ্য তৈরিতে ব্যাপক হারে ব্যবহার করা হয়। ননস্টিক হাঁড়ির ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।
গবেষণায় সত্তরোর্ধ্ব সহস্রাধিক নারী-পুরুষের ওপর এ সমীক্ষা চালানো হয়। তাদের রক্তে সুনির্দিষ্ট সাতটি বিষাক্ত পদার্থের পরিমাণ পরিমাপ করা হয়। এতে দেখা যায়, মাত্রা কমবেশি হলেও প্রত্যেক ব্যক্তির রক্তেই এগুলোর উপস্থিতি রয়েছে।
সূত্র - risingbd.com

