স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসকদের উপর হামলার ঘটনায় দুঃখ এবং নিন্দা জানিয়েছেন ।
মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ টেলিফোনে বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনাটি সত্যিই দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরণের ঘটনা কোনভাবেই সমর্থনযোগ্য নয়।
এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে তিনি চিকিৎসকদের রোগীর সেবা থেকে বিরত না থাকার আহ্বান জানিয়ে বলেন, একজন চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করা প্রত্যেক চিকিৎসকের মানবিক দায়িত্ব ও কর্তব্য।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের কষ্ট দেওয়া কোন প্রতিবাদের ভাষা হতে পারে না । -
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

