আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) উদ্ভাবিত রাইস স্যালাইন নকল করে তৈরির দায়ে গতকাল বৃহস্পতিবার দুজনকে দণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বাবুবাজারে অবস্থিত কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
কারখানার মালিক ওবায়দুর রহমান ওরফে পলাশকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং কর্মী হিমেল ফকিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। তিনি জানান, নিয়মানুযায়ী যেকোনো ধরনের ওষুধ তৈরি ও বিপণনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও আইসিডিডিআরবির কর্মচারী সমিতির তৈরি রাইস স্যালাইনটির ক্ষেত্রে তা করা হয়নি। সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করার পাশাপাশি আইসিডিডিআরবি কর্মচারী সমিতির বিরুদ্ধে ঔষধ প্রসাশনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
মিটফোর্ড হাসপাতালের পাশে ওষুধের পাইকারি বাজার। এখানেই ঝুমরাইল লেনের সাততলা একটি ভবনের ছয়তলার একটি কক্ষে গড়ে উঠেছে স্যালাইন তৈরির কারখানাটি।
সূত্র - প্রথম আলো

